চারা লাগাতে হবে ১৭-২০ দিন বয়সের। চারা রোপণের পর সেচের ব্যবস্থা করতে হবে। চারা রোপণের তিন সপ্তাহ পর ৫-৭ দিনের জন্য সেচ বন্ধ রেখে জমি একটু হালকা শুকানো যেতে পারে। পরে ২য় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। সারের পরিমাণ: ১.ইউরিয়া:১১৫-১২৫ কেজি (চারা রোপণের ৩-৭ দিন পর ১/৩ ভাগ, অবশিষ্ট ইউরিয়ার ১/২ভাগ চারা রোপণের ৪ সপ্তাহ পর ও ভাগ চারা রোপণের ৭ সপ্তাহ পর প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের ২-৩ দিন ২-৩ ইঞ্চি পানি রাখতে হবে।) ২. টিএসপি:৬০-৬৫ কেজি (জমি তৈরি কালে শেষ চাষের সময়) ৩. এমওপি: ৮০-৮৫ কেজি (জমি তৈরি করা)