ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা তা দুইভাবে জানতে পারবেন।
১. প্রথমে প্লে স্টোরে গিয়ে “DL CHECKER” এপটি নামিয়ে নিন। ইন্সটল হয়ে গেলে ওপেনকরুন এবং জন্ম তারিখ এবং DL No দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। এবার আপনি আপনার জাতীয় পরিচয় পত্র সহ আপনার ড্রাইভিং লাইসেন্স এর সকল যাবতীয় ইনফরমেশন দেখতে পাবেন।
২. বায়োমেট্রিক্স তথ্য সাবমিট করার পর, বিআরটিএ কর্তৃক যেই একিনলেজমেন্ট স্লিপ দেওয়া হয়, সেখান থেকে DL নাম্বারটি কপি করুন। তারপর ১) মেসেজ বক্সে DL রেফারেন্স নম্বর টাইপ করুন। ২) তারপর 6969 নাম্বারে পাঠিয়ে দিন। অতঃপর, ফিরতি মেসেজ মাধ্যমে আপনি চিপযুক্ত স্মার্ট ড্রাইভিং কার্ডটি প্রস্তুত হয়েছে কিনা, এবং এর বর্তমান অবস্থা কি সেটা জানতে ও বুঝতে পারবেন। যেমনঃ মেসেজ বক্সে Type: DL DM00000 এবং Send to 6969 নাম্বারে।