বিস্ময় (bissoy) এর মতো ওয়েবসাইট তৈরিতে একটা ডোমেইন এবং হোষ্টিং ক্রয় করতে হবে। এরপর Question2Answer স্ক্রিপ্টটি ইনস্টল করতে হবে। সর্বশেষ বিস্ময় এর মতো থিম ক্রয় করতে হবে। ঐ সাইটের থিমের নাম ফ্লাটবক্স।
মোট 2500 - 3500 টাকার মধ্যে পারবেন আশা করা যায়।
Your comment on this answer:
রাইটরক.মি একটি মুক্ত প্ল্যাটফর্ম। এখানে আপনার ইচ্ছা মত প্রশ্ন করতে পারবেন এবং অন্যের প্রশ্নের উত্তর দিতে পারবেন।