১৬ ডিজিটের জন্মসনদ অনলাইনে চেক করবো কিভাবে। অনলাইনে চেক করার জন্য ১৭ ডিজিটের জন্মসনদ দরকার। আমার ১৬ ডিজিটের জন্মসনদ নম্বর তা অনলাইনে আছে কিনা তা চেক করবো কিভাবে?
পুরাতন ১৬ ডিজিটের নিবন্ধন নম্বরের শেষ ৫ ডিজিটের পূর্বে একটি শুন্য (০) বসিয়ে ১৭ ডিজিট করতে পারবেন। অবশ্যই ১৭ ডিজিটের নম্বরটি অনলাইনে যাচাই করে নিশ্চিত হয়ে নিতে হবে তা অনলাইনে আছে কিনা।
Your comment on this answer:
রাইটরক.মি একটি মুক্ত প্ল্যাটফর্ম। এখানে আপনার ইচ্ছা মত প্রশ্ন করতে পারবেন এবং অন্যের প্রশ্নের উত্তর দিতে পারবেন।