এসইও (SEO) প্রধানত দুইভাগে বিভক্ত।
১. পেইড এসইও (Paid SEO) : এটি মূলত বিজ্ঞাপনের মাধ্যমে সাইট এর ভিজিটর নিয়ে আসা। বিভিন্ন সার্চইঞ্জিনে বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে সার্চইঞ্জিনের প্রথম পেইজে নিয়ে আসা যায়। এই পদ্ধতিতে সার্চইঞ্জিন থেকে প্রতিটি ভিজিটরের বিনিময়ে টাকা দিতে হয়। এই পদ্ধতিতে খুব কম পরিশ্রমে টাকার বিনিময়ে সাইট rank করানো যায়।
২. অর্গানিক এসইও (Organic SEO) : এই পদ্ধতিতে সার্চইঞ্জিন থেকে ক্লিকের বিনিময়ে সার্চইঞ্জিনকে টাকা দিতে হয় না। এই পদ্ধতিতে পরিশ্রমের মাধ্যমে সাইট rank করাতে হয়।
অর্গানিক এসইও (Organic SEO) আবার দুই প্রকার:
• অন পেইজ এসইও (On Page SEO) : এটি মূলত ওয়েবসাইটের ভেতরকার এসইও। এর মধ্যে রয়েছে সাইটের ডিজাইন, কন্টেন, কিওয়ার্ড, ব্যাকলিংক ইত্যাদি।
• অফ পেইজ এসইও (Off Page SEO) : এটি মূলত ওয়েবসাইটের বাহিরের এসইও। ওয়েবসাইটের ট্রাফিক/ভিজিটর বাড়াতে অফ পেজ এসইও এর বিকল্প নেই।